নিজস্ব সংবাদদাতাঃ আরে বাবা, সিনেমা আর বাস্তব কি এক নাকি? সিনেমার ইন্টিমেট সিন বারবার রি-টেক করা হয়, কিন্তু আপনার সেকসুয়াল মোমেন্ট কিন্তু রি-টেক হবে না। তাই কোন সিনেমাতে কোন হিরো তার হিরোইন-এর সাথে কতটা প্যাশনেটভাবে লাভ-মেকিং করেছিল আর আপনার এক্সপেরিয়েন্স কেন সেরকম নয়, সেটা ভেবে নিজের এবং পার্টনারের সেক্স লাইফে অযথা সমস্যা ডেকে আনবেন না।