নিজস্ব সংবাদদাতাঃ কথা বললে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়, আর এটা তো একটা সামান্য ব্যাপার! সেক্সুয়াল একটিভিটি মানে কিন্তু শুধু মাত্র শারীরিক মিলন নয়, মনের, আত্মার এবং আবেগেরও মিলন। তাই সেক্সের সময় কথা বলাটা খুব জরুরি। আপনার পার্টনার কি ফীল করছেন, কিংবা আপনি কি ফীল করছেন, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, অথবা আপনার পার্টনার আপনাকে কতটা প্লেজার দিচ্ছেন – এগুলো জানানো এবং জানা, দু’টি খুব জরুরি নিজেদের সেক্স লাইফকে সুস্থ রাখার জন্য।