ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতাঃ বছরখানেক আগে পাইপ লাইন পাতা হলেও, মিলছে না পানীয় জল। এবার জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন হাওড়ার বাগনানের খাজুরনান গ্রামের বাসিন্দারা। ২ ঘণ্টা ধরে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। নামানো হয়েছে র‍্যাফ। গ্রামবাসীদের দাবি, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পেতে বছরদুয়েক আগে পঞ্চায়েতে টাকা জমা  দেওয়া হয়। একবছর আগে পাইপ লাইন পাতা হলেও এখনও জল পৌঁছয়নি। ফলে কয়েক কিলোমিটার হেঁটে আশপাশের গ্রাম থেকে পানীয় জল আনতে হচ্ছে। এদিন সকালে পথ অবরোধ করেন গ্রামবাসীরা।