কাশ্মীরে বড় ধাক্কা খেল জেহাদি নেটওয়ার্ক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কাশ্মীরে বড় ধাক্কা খেল জেহাদি নেটওয়ার্ক

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরে বড় ধাক্কা খেল জেহাদি নেটওয়ার্ক। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এক কুখ্যাত কমান্ডার-সহ দুই জঙ্গি। এর ফলে উপত্যকায় লস্করের অপারেশন অনেকটাই ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় সন্ত্রাসবাদীদের গোপন ডেরার সন্ধান পায় সেনাবাহিনী। তারপরই সেখানে অভিযান চালায় ফৌজ, আধাসেনা ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী। গুলির শব্দে কেঁপে ওঠে বারমুলার মালওয়া এলাকা। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ে পর নিহত হয় লস্কর কমান্ডার ইউসুফ কান্তরো-সহ দুই জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, বদগাম জেলায় এক পুলিশকর্মী ও তাঁর ভাইয়ের হত্যায় জড়িত ছিল নিহত লস্কর জঙ্গি। সেনাবাহিনীর এক জওয়ান ও নিরীহ মানুষের হত্যার নেপথ্যেও রয়েছে ওই সন্ত্রাসবাদী।