কোলাঘাটে স্কুলে মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কোলাঘাটে স্কুলে মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে স্কুলে মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন। ছড়ায় আতঙ্ক। কোলাঘাটের যোগীবেড়-কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সময় স্কুলের একতলা ও দোতলায় ক্লাস চলছিল। স্কুলবাড়ি মেরামতির কারণে মিড ডে মিল রান্না হচ্ছিল তিনতলার হলঘরে। সেইসময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। হলঘরের একাংশ পুড়ে যায়। পড়ুয়াদের নিরাপদেই বের করে আনা হয়। পরে স্কুল কর্মীদের চেষ্টাতে আগুন নেভে।