New Update
/anm-bengali/media/post_banners/ezwWWkZIFNjrxnDtcxqD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার। চিকিত্সক ও তাঁর বোনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মারধরের জেরে বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম। মারধরের পর আদালতে বসে অবস্থান শুরু করেন চিকিত্সক ও তাঁর বোন। নিজের স্ত্রী-র সঙ্গে মামলা চলছে চিকিত্সকেরসেই মামলায় নিজে সওয়াল করতে আগ্রহপ্রকাশ করেন চিকিতংসক। নিয়ম নেই আগে পিটিশন জমা দিতে হবে বলায় আইনজীবীদের সঙ্গে বাধে তর্কাতর্কি। বচসার পরেই মারধরের অভিযোগ।
সেই মামলায় নিজে সওয়াল করতে আগ্রহপ্রকাশ করেন চিকিতংসক। নিয়ম নেই আগে পিটিশন জমা দিতে হবে বলায় আইনজীবীদের সঙ্গে বাধে তর্কাতর্কি। বচসার পরেই মারধরের অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us