আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার

নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার। চিকিত্সক ও তাঁর বোনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মারধরের জেরে বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম। মারধরের পর আদালতে বসে অবস্থান শুরু করেন চিকিত্সক ও তাঁর বোন। নিজের স্ত্রী-র সঙ্গে মামলা চলছে চিকিত্সকের

সেই মামলায় নিজে সওয়াল করতে আগ্রহপ্রকাশ করেন চিকিতংসক। নিয়ম নেই আগে পিটিশন জমা দিতে হবে বলায় আইনজীবীদের সঙ্গে বাধে তর্কাতর্কি। বচসার পরেই মারধরের অভিযোগ।