নেশার টাকা না পেয়ে ভয়ঙ্কর কান্ড করে বসল এক যুবক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নেশার টাকা না পেয়ে ভয়ঙ্কর কান্ড করে বসল এক যুবক

নিজস্ব প্রতিনিধি -বাবার কাছে নেশার টাকা চাওয়ায় মেলেনি টাকা আর তার জেরেই এক ভয়ংকর কান্ড করে বসল মাদকাসক্ত এক যুবক।ঘটনা ত্রিপুরার শান্তিরবাজারের ভবনচন্তাই নামক এলাকার। পরিবার সুত্রের খবর নেশা করার জন্য টাকা না মেলায় সারা বাড়িতে আগুন ধরিয়ে দেয় সেই যুবক।গতকাল গভীর রাতে সিদ্ধার্ত দেববর্মা নামক সেই যুবক এই ঘটানা ঘটায়। দমকল কর্মীদের সহায়তায় আগুন নেভানো হয় তবে ততক্ষণে বাড়ির বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসই পুড়ে ছাই হয়ে যায়।