সুকান্তকে নিয়ে আসাতেই হারছে দল দাবি কুণাল ঘোষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সুকান্তকে নিয়ে আসাতেই হারছে দল দাবি কুণাল ঘোষ

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপিতে প্রকাশ্যে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ দ্বন্দ্ব। আর তাই নিয়েই কটাক্ষ করলেন তৃণমূলের  রাজ্য সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, 'এটা একটা অন্য দলের ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনও মন্তব্য করা উচিত নয়। তবে আদি বিজেপি, নব্য বিজেপি, পরিযায়ী বিজেপি, এটা নিয়ে তো আমরা অনেকদিন ধরেই বলে এসেছি। এখন দিলীপবাবুকে সরিয়ে দিয়ে যেভাবে সুকান্তবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তারপর হেরেই চলছে বিজেপি। তখনই জলের মধ্যে থেকে আওয়াজ উঠছিল, যে নতুন নেতাদের যোগ্যতা নেই নেতৃত্বের। দলের সঙ্গে যোগাযোগ নেই। এতদিন তো খবর ছিল দিলীপবাবু এই বিদ্রোহীদের সঙ্গে সহমত পোষণ করছেন। আজকে তার কথাতেই তা পরিষ্কার।'