New Update
/anm-bengali/media/post_banners/CylaWaarbLfhWQ44Dov5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বন্দর শহর মারিউপোল দখল করতে মরিয়া রাশিয়া। অন্যদিকে এই শহরের দখল ছাড়তে নারাজ ইউক্রেনও। এই টানাপোড়েন নিয়েই দিনে দিনে আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এবার মারিউপোলের বাসিন্দাদের চরম হুঁশিয়ারি দিল রাশিয়া। রুশ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মারিউপোলের বাসিন্দারা যদি নিজেদের জামায় সাদা রিবন না বাঁধেন, তবে তাদের গুলি করে হত্যা করা হবে। সম্প্রতিই মারিউপোলের মেয়র জানিয়েছিলেন, শহরটা আর কিছু নেই ৯০ শতাংশ বাড়িই ভেঙে গুড়িয়ে দিয়েছে রুশ সেনা। প্রায় ২১ হাজার নাগরিককে মেরে ফেলা হয়েছে বলেও দাবি ইউক্রেন প্রশাসনের। মারিউপোলের মেয়রের সহায়ক বলেছেন, “দখলকারীরা আর নরম সুরে সাধারণ মানুষকে সতর্ক করছে না। তারা রীতিমতো হুমকি দিয়ে বলছে যে যদি সাধারণ মানুষ সাদা রিবন না পড়ে, তবে তারাও সেনার গুলি থেকে রেয়াত পাবে না।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us