কত হল পেট্রোল-ডিজেলের দাম?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কত হল পেট্রোল-ডিজেলের দাম?

নিজস্ব সংবাদদাতাঃ  একটানা প্রায় ১৫ দিন দাম অপরিবর্তিত জ্বালানির। তার মধ্যেই সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দাম ধার্য় করা হল । বৃহস্পতিবার সকালে নয়া মূল্য নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম আপাতত ১০৫.৪১ টাকা ধার্য করা হয়েছে। প্রতি লিটার ডিদেল কিনতে সেখানে গুনতে হেব ৯৬.৬৭ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোল কিনতে খরচ পড়বে ১১৫.১২ টাকা। প্রতি লিটার ডিজেল ৯৯.৮৩ টাকায় কিনতে হবে কলকাতাবাসীকে।