বাঁশ ঝাড় থেকে উদ্ধার পূর্ণবয়স্ক অজগর

author-image
Harmeet
New Update
বাঁশ ঝাড় থেকে উদ্ধার পূর্ণবয়স্ক অজগর

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : বাঁশ ঝাড় থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক অজগর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি খড়পাড়া এলাকার জনৈক পাচি রায়ের বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে।স্থানীয় গ্রামবাসীরা অজগরটি দেখতে পায়।খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের ভিড় উপচে পরে এলাকায়।  খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী এক সংগঠনকে। সংগঠনের কর্মীরা সেখানে গিয়ে অজগরটিকে বাঁশ ঝাড়ের ওপর থেকে নিচে নামায়। এরপর সেটিকে বস্তাবন্দি করে নিয়ে যায়। অজগরটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।