/anm-bengali/media/post_banners/JNVgv9y050DaBBHy0cEa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তপ্ত উপত্যকা। বৃহস্পতিবার ভোরে কাশ্মীরের বারামুল্লা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। বিগত কয়েক ঘণ্টা ধরেই দুই পক্ষের মধ্যে চলছে গুলির লড়াই। শেষ পাওয়া খবর, সংঘর্ষে সেনা বাহিনীর তিন জওয়ান আহত হয়েছেন। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক সপ্তাহ ধরেই উপত্যকায় জঙ্গি গতিবিধি বৃদ্ধি পেয়েছে। বুধবার গোপনসূত্রে খবর পাওয়া যায় যে, কাশ্মীরের বারামুল্লায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। বারামুল্লার মালওয়ায় পৌঁছাতেই সেনাবাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিতে হামলা চালানোর জন্য তিন জওয়ান গুলিতে আহত হয়েছেন। কাশ্মীর জোন পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার টুইট করে জানিয়েছেন, এখনও জঙ্গি দমন অভিযান জারি রয়েছে। বাদগাম পুলিশ ও সেনাবাহিনী মিলিতভাবে জঙ্গিদের আটক করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুই পক্ষের মধ্যে এখনও গুলির লড়াই জারি রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us