বার্ণপুর ইস্কো কারখানা বিষয়ে এখনই মন্তব্য করতে চাইলেন না শত্রুঘ্ন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বার্ণপুর ইস্কো কারখানা বিষয়ে এখনই মন্তব্য করতে চাইলেন না শত্রুঘ্ন

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ বুধবার বিকেলে আসানসোলের সদ্য নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা আসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বার্ণপুর স্টেশন রোডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে তাকে বার্ণপুর ইস্কো কারখানা বা আইএসপিতে ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেডের যে ইউনিট আছে কেন্দ্র সরকার ইতিমধ্যেই তা বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আসানসোল থেকে সদ্য নির্বাচিত হওয়া সাংসদ বলেন, "ঠিক কি হয়েছে বিস্তারিত আমি এখনও জানিনা। আমার পক্ষে এখনই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়"। সাংবাদিকদের তিনি আরও বলেন, "খুব তাড়াতাড়ি আমাকে এই নিয়ে প্রশ্ন করা হল। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ। সবকিছু জেনে, সবার সঙ্গে কথা বলে আমার যা করার তা আমি করবো"।