New Update
/anm-bengali/media/post_banners/to9maPLbsNydL2S8aQ4X.jpg)
নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ কাঁথিতে বুধবার 'উইনার্স স্কোয়ার্ড' নামের মহিলা পুলিশ স্কোয়াডের সূচনা হল। সৈকত শহর দিঘার মহিলা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাঁচটি গাড়ি ও বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের একটি দল থাকছে দিঘা শহরে। কাঁথিতে বুধবার এই মহিলা পুলিশ স্কোয়াডের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে। হেল্প লাইন নম্বর ৭৮৬৫০৩২৯৭৮ । মহিলাদের নিরাপত্তা জনিত যে কোনও অভিযোগ পেলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে বিশেষ এই দল। আপাতত পূর্ব মেদিনীপুর জেলায় তৈরি হয়েছে ২ টি দল। ১ টি থাকবে সৈকত শহর দিঘায়। অপরটি থাকবে কাঁথি পৌরসভা এলাকায় । জেলা পুলিশ সুপার আরও জানান, খুব শীঘ্রই শিল্প শহর হলদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুকের জন্য তৈরি করা হবে এমনই মহিলা পুলিশের স্কোয়ার্ড। দেখুন সুপারের বক্তব্য-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us