New Update
/anm-bengali/media/post_banners/Jj5ORJHsMDzZhEyeHpUa.jpg)
নিজস্ব প্রতিনিধি - পূর্ব নাইজেরিয়ার তারাবা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে একটি বিস্ফোরণে অন্ততপক্ষে তিনজন নিহত এবং ১৯জন আহত হয়েছে।স্থানীয় পুলিশ সুত্রে একথা জানানো হয়েছে।রাজ্যের রাজধানী জালিঙ্গোতে এক সংবাদ সম্মেলনে তারাবার পুলিশের মুখপাত্র উসমান আবদুল্লাহি বলেন, মঙ্গলবার রাজ্যের ইরাওয়ে শহরের বাজার এলাকায় অবস্থিত একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।সুত্রের মতে এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের কারণে ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us