মাস্ক ব্যবহার নিয়ে কী জানালেন আইসিএমআরের বিজ্ঞানী?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাস্ক ব্যবহার নিয়ে কী জানালেন আইসিএমআরের বিজ্ঞানী?

নিজস্ব সংবাদদাতা : কোভিডের শক্তিবৃদ্ধিতে সচেতন নয় অনেকেই। মাস্ক ব্যবহার নিয়েও সচেতন নয়। তবে মাস্ক পরা কতটা জরুরি তা নিজের মন্তব্য দিয়ে বুঝিয়ে দিলেন আইসিএমআরের প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডাঃ গঙ্গাখেদকর। তিনি বলেন, ''আমি মনে করি না এটা চতুর্থ তরঙ্গ। সমগ্র বিশ্ব BA.2 ভেরিয়েন্টের সাক্ষী হতে চলেছে সারা বিশ্বের মানুষদের প্রভাবিত করে৷ আমাদের মধ্যে কেউ কেউ মাস্কের বাধ্যতামূলক ব্যবহারকে ভুল বুঝেছেন, এটি প্রত্যাহার করা হয়েছে মানে সংক্রমণ হওয়ার ভয় নেই। এখন পর্যন্ত কোনও নতুন ভ্যারিয়েন্ট আবির্ভূত হয়নি। যারা বয়স্ক, যারা ভ্যাকসিন নেননি, যারা এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন, তাদের ফেস মাস্ক ব্যবহার করার কথা মনে রাখতে হবে''