নিজস্ব সংবাদদাতাঃ মানুষ সবসময় হাসিখুশি, প্রাণোচ্ছল থাকতে পারেন না জীবনের নানা সমস্যার কারণে। তাই শরীরও সবসময় প্রস্তুত থাকে না যৌনতার জন্য। অতএব, স্বামী-স্ত্রী উভয়েরই মানসিক পরিস্থিতি বুঝতে হবে উভয়কেই। মনে রাখতে হবে, এটা সম্পূর্ণ অনুভবের বিষয়। অন্তরাত্মার মিল থাকলে, একে অন্যের মানসিক পরিস্থিতি বুঝতে পারা খুব কঠিন হয় না। আর যেটুকু অনুভবের মাধ্যমে বোঝা কঠিন হবে, তা হালকাচালে কথা বলে বুঝে নিতে হবে। পরিস্থিতি জটিল বুঝলে সেইসময় ইন্টারকোর্স থেকে বিরত থেকে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা উচিত। আর যদি দেখা যায় পার্টনার-এর মনখারাপের সমস্যা তত গভীর নয়, তাহলে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ‘টার্ন-অন’ করুন তাকে। অর্থাৎ, সঙ্গীর শরীরকে প্রস্তুত করতে হবে যৌনতার জন্য।