নিজস্ব সংবাদদাতাঃ আনন্দদায়ক সেক্স মানেই শুধু ইন্টারকোর্স নয় বিবাহিত মহিলাদের কাছে, বরং স্বামীর সঙ্গে অন্য সময়ের সুখানুভূতিও বিশেষ গুরুত্ব পায়। স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকলে কিংবা কোয়ালিটি টাইম না দিয়ে শুধু বিছানায় শারীরিক চাহিদা মেটালে স্ত্রীর অপছন্দের কারণ হয়ে যেতে পারেন। স্ত্রী-র তখন মনে হতে পারে, তিনি শুধু ভোগ্যবস্তুর মতো মর্যাদা পাচ্ছেন স্বামীর কাছে। কারণ প্রায় প্রত্যেক স্ত্রী-ই চান, শুধু বিছানায় নয়, বিছানার বাইরেও যেন অসীম ভালোবাসায় ভরিয়ে দেন তার স্বামী। গুরুত্ব দিয়ে, সুখদুঃখ শেয়ার করে, আদরযত্নে ভরিয়ে দিয়ে, ভালোমন্দের খোঁজখবর রাখলে তবেই খুশি থাকেন স্ত্রী–এই সত্যিটা বুঝতে হবে লাইফ পার্টনারকে।