মুখ্যমন্ত্রীর নৈশভোজে ব্রিটেন, জাপান-সহ ১৯ দেশের প্রতিনিধি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুখ্যমন্ত্রীর নৈশভোজে ব্রিটেন, জাপান-সহ ১৯ দেশের প্রতিনিধি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারের পাখির চোখ শিল্প। করোনার কারণে বন্ধ ছিল দু’বছর। আবার কলকাতায় রাজ‌্য সরকারের উদ্যোগে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন শুরু হচ্ছে ২০ এপ্রিল, বুধবার। তার আগে মঙ্গলবার ব্রিটেন, জাপান, নেপাল, ভূটান, ব্রিটেন-সহ ১৯ দেশের প্রতিনিধিদের সঙ্গে নবনির্মিত বিশ্ববাংলা মিলন বাংলা প্রাঙ্গনে নৈশভোজের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়ও। ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। প্রায় দেড় ঘণ্টা ছিলেন রাজ্যপাল। বেশ কিছুক্ষণ তাঁকে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে লগ্নি নিয়ে কথাও বলেন তিনি। নেটমাধ্যমে ব্রিটেন, জাপান, বাংলাদেশ, কেনিয়া এবং ভুটানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁদের বাংলায় আসার জন্য ধন্যবাদ জানান তিনি।