হরি ঘোষ, জামুরিয়া: সকাল থেকে জামুরিয়া বোরো -১ এর ৬ নং ওয়ার্ডের ইপিএলের বেনালী ভি টি সেন্টারে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের পক্ষে বেনালী গ্রামের পরিনীতি মান্না জানান গত দুই সপ্তাহ ধরে এলাকার শতাধিক পরিবার জল পাচ্ছেনা।ইসিএলের এই ভিটি সেন্টারের জল সরবরাহের জন্য শতাধিক পরিবার জল পেয়ে থাকেন।গত দুই সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ থাকায় তারা তীব্র জল সংঙ্কটে স্থানীয়রা। ইসিএল ম্যানেজমেন্টকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় তারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখান