রাহুল পাসওয়ান, কুলটিঃ স্নান করতে নেমে বরাকর নদীর জলে ডুবে সলিল সমাধি হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত রামনগর বালি ঘাট এলাকায়। জানা গেছে কুলটির শিমুলতলা এবং শিয়ালডাঙ্গা এলাকার পাঁচ যুবক একসঙ্গে স্নান করতে গিয়েছিল মঙ্গলবার দুপুরে। এক যুবক নদীতে তলিয়ে যেতে দেখে তখন অন্য আরেকজন তাকে বাঁচাতে যায়। বাঁচাতে গিয়ে ওই যুবকও তলিয়ে যায় দামোদর নদীর চরে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ। ততক্ষণে এলাকাবাসীরা খবর পেয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। এলাকাবাসী ও পুলিশের তৎপরতায় নদী থেকে তুলে নিয়ে আসা হয় দুই যুবকের মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।