New Update
/anm-bengali/media/post_banners/cWPOuHPs32RQfnpLzqxV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পর পর তিনটে ম্যাচে হেরেছে কেকেআর। গতকাল রাজস্থানের কাছে ৭ রানের জন্য হেরে গিয়েছে বেগুনী বাহিনী। তবে হেরে গিয়েও দুঃখিত নন শাহরুখ খান। তিনি বরং দলের উদ্দেশ্যে বলেন, " খুব ভাল খেলেছ। শ্রেয়স আয়ার, অ্যারন ফিঞ্চ ও উমেশ যাদব দারুণ চেষ্টা করেছে। সুনীল নারাইনকে ১৫০তম ম্যাচের জন্য ও ব্রেন্ডন ম্যাকালামকে ১৫ বছর আগের ওই ইনিংসের জন্য শুভেচ্ছা। জানি আমরা হেরেছি। কিন্তু যদি হারতেই হয় তবে এ ভাবে হারা উচিত। নিজেদের মাথা উঁচু রাখ।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us