New Update
/anm-bengali/media/post_banners/3WauIHCd8i0Ch7A1f93N.jpg)
নিজস্ব প্রতিনিধি - কোভিড মহামারীর কাল থেকেই মানুষদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ।অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পরিস্থিতিতে দুস্থদের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। সেই সাথে নিজের পারিশ্রমিক আয় থেকে একের পর এক সমাজসেবামূলক কাজে লিপ্ত হয়েছেন তিনি।যার দরুন মানুষের কাছে ঈশ্বর হয়ে উঠেছেন তিনি। তার অনুগামী থেকে ভক্তরা তাকে ঈশ্বরের দূত বলেই আখ্যা দিয়েছেন।ঠিক তেমনি এবারে আরও এক সংগঠনের পাশে দাঁড়ালেন সোনু।বিশ্ব লিভার দিবস উপলক্ষে তিনি আজ নিজের সোশ্যাল মিডিয়ার পর্দায় লেখেন, "প্রত্যেকেই একটি দ্বিতীয় সুযোগের প্রাপ্য, পেডিয়াট্রিক লিভার সার্জারি চালু করা হচ্ছে। আসুন আমাদের 'ছোটদের' বাঁচাই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us