নিজস্ব সংবাদদাদাতাঃ মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির অনীহায় টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির কাজ শুরু হচ্ছে না। এমনই অভিযোগ মেদিনীপুরের ২২ নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দার। পুরসভায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। মানতে নারাজ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।