New Update
/anm-bengali/media/post_banners/5Dg8YhFYliTTnPaSPQn6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারের আইপিএল-এ ঝড় তুলেছেন উমরান মালিক। তিনি জম্মু-কাশ্মীরের বাসিন্দা। এবারে হায়াদ্রাবাদের হয়ে খেলছেন তিনি। তার বলের তোড়ে তার সামনে ব্যাটাররা কেউ টিকতে পারছেন না। তাঁকে নিয়ে ভূবনেশ্বর কুমার বলেন, "উমরানের এই গতিতে বল করে উইকেট পাওয়া দেখে আনন্দ লাগছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us