জেতার পর কী বললেন চাহাল?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জেতার পর কী বললেন চাহাল?



নিজস্ব সংবাদদাতাঃ গতকাল মুম্বইয়ে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও কেকেআর। রাজস্থান ৭ রানে  ম্যাচ জিতে নেয়। এক ওভার চাহাল খেলতে নেমে ৪টে উইকেট নিয়ে নেয়। ম্যাচের সেরা পুরষ্কার নেওয়ার পর চাহাল বলেন, "২০১৯ সালে একটি মিম হয়েছিল। সেটাকে মনে করেই পাঁচ উইকেট নিয়ে মাঠে অমন ভাবে উৎসব করি। আমি ডানহাতি ব্যাটারদের তাঁদের শরীর থেকে দূরে ফুল লেংথে বল করছিলাম। এমন ভাবেই বল করছিলাম যাতে বড় বাউন্ডারির দিকে মারতে হয় তাঁরা।’’ তবে প্যাট কামিন্সকে যে বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করেন, সেই বলটা গুগলি করবেন বলে ভেবেছিলেন তিনি। চহাল বলেন, ‘‘আমি ভেবেছিলাম গুগলি করব। তার পর ভাবলাম সহজ বল করাই ভাল। তবে বেঙ্কটেশকে গুগলি করাটা কাজে এসেছে।"