নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। তবে দিল্লির পরিস্থিতি উদ্বেগজনক হলেও বর্তমানে বাংলার কোভিড গ্রাফ নিয়ে বিশেষ দুশ্চিন্তার কারণ নেই। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। যা গতকালের তুলনায় কম। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় কমে হল ০.৩০ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮২৩ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৩৩৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এখনও পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন।