নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য–রাজ্যপাল সংঘাত বাংলায় অব্যাহত রয়েছে। কারণ রাজ্যপাল বারবার টুইট করেন যে, রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। বারবার রাজ্যের নানা বিষয় নিয়ে মন্তব্য করেছেন। এমনকী বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার এই ইস্যুতে রাজ্যপালের ভূমিকা বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি।