নিজস্ব সংবাদদাতা: নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের তদন্তে মৃতের পরিবারকে হুমকি কারা দিয়েছিল, এখন সেটাই জানতে চাইছে সিবিআই। নাবালিকাকে ঘটনার দিন যাঁরা বাড়িতে দিয়ে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে মৃতার পরিবারকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। নাবালিকার পরিবার অভিযোগ করেছিলেন, যাঁরা তাঁদের মেয়েকে বাড়িতে দিয়ে গিয়েছিলেন, তাঁরাই হুমকি দিয়েছিলেন।