New Update
/anm-bengali/media/post_banners/mS2GvyuBJBsfrayP8zmN.jpg)
নিজস্ব সংবাদাদাতাঃ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল SET পরীক্ষা। বহু ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেন। রাজ্যস্তরের এই পরীক্ষায় সফলতা অর্জন করতে পারলে চাকরির ক্ষেত্রে তা খুবই লাভদায়ক হবে। তাই আসুন জেনে নিই এই পরীক্ষায় সাফল্যের কিছু মূল্যবান টিপস। যেমন, ১) প্রথমেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা দরকার। একটি ধারণা থাকাও জরুরি সিলেবাসটি সম্পর্কে। ২) পরীক্ষার জন্য নিজের তৈরি করা নোট্স-ই পড়া শ্রেয়। তাতে নিজস্বতা বজায় থাকে। ৩) পরীক্ষার প্রস্তুতির শেষে রিভিশন করা আবশ্যক। নতুবা, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ৪) রিভিশন শেষে কোনটিতে আরও বেশি পড়া দরকার এবং কোনটি কম পড়া দরকার তা জানা উচিত। ৫) পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র থেকে প্রস্তুতি করা উচিত। ৬) মক টেস্ট দেওয়া দরকার। নিজের ভুল সংশোধনে এটি সাহায্য করবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us