নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে দুই ব্রিটিশ যোদ্ধাকে বন্দি করেছে রুশ সেনা। মস্কোর দাবি, ইউক্রেন ফৌজের হয়ে লড়তেই সে দেশে গিয়েছিল শন পিনার এবং এইডেন আসলিন নামে ওই দুই ব্রিটিশ যোদ্ধা। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গোপনে সামরিক সাহায্য করছেন ইউক্রেনকে। সূত্রের খবর, দুই ব্রিটিশ যোদ্ধার মুক্তির বিনিময়ে ইউক্রেনের রুশ-পন্থী শিল্পপতি ভিক্টর মেডভেদচুকের মুক্তির শর্ত দিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার।