New Update
/anm-bengali/media/post_banners/xAlTPjEmFeKq5ue1Wi4P.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেরিয়ারের একে বারের শেষের দিকে বহুবার সচীন তেন্ডুলকর ক্যারিবিয়ান বোলার সুনীল নারিনের কাছে পরাস্ত হতেন। এবারে সেই কথা মনে করেই সুনীল নারিন বলেন, "এটা ভেবেই দারুণ লাগে যে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার তোমার উপর ফোকাস করছে, পাশাপাশি এটাও দেখা গেছে খেলাটার প্রতি তার কতোটা ডেডিকেশন সেটারও প্রমাণ পাওয়া যায়, তাই তিনি খেলাকালীণ ওমন সব পারফরম্যান্স দেওয়ায় অবাক হওয়ার কিছুই নেই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us