চেন্নাইকে হারানোর পর নিজেকে কী মনে করছেন রশিদ?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চেন্নাইকে হারানোর পর নিজেকে কী মনে করছেন রশিদ?


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে লিগ তালিকার সর্ব শীর্ষে থাকা দল হলো গুজরাট টাইটান্স। গতকাল চেন্নাই সুপার কিংস-কে হারানোর পরে নিজেকে অলরাউন্ডার মনে করতে শুরু করেছেন গুজরাট টাইটান্স-এর রশিদ খান। তিনি এই প্রসঙ্গে বলেন, "প্রথম ৫ ম‍্যাচে তেমন একটা ব‍্যাটিং করার সুযোগ পাইনি। নিজেকে অলরাউন্ডার মনে করি, এবং সেই দায়িত্ব পালন করার বিষয়টি মাথায় ঘোরে আমার। আজ একজন ব‍্যাটার কম নিয়ে খেলেছি, তবে আমাদের ছয় – সাত নম্বরে ব‍্যাটিং করে দেওয়ার মতো ক্রিকেটার আছে, নিজের ব‍্যাটিংয়ের উপর ভরসা ছিলো আমার। মিলারের সঙ্গে মুহুর্তে মুহূর্তে আলোচনা সারছিলাম।"