New Update
/anm-bengali/media/post_banners/5MCSoqzPxpYFlGiQQe60.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে লিগ তালিকার সর্ব শীর্ষে থাকা দল হলো গুজরাট টাইটান্স। গতকাল চেন্নাই সুপার কিংস-কে হারানোর পরে নিজেকে অলরাউন্ডার মনে করতে শুরু করেছেন গুজরাট টাইটান্স-এর রশিদ খান। তিনি এই প্রসঙ্গে বলেন, "প্রথম ৫ ম্যাচে তেমন একটা ব্যাটিং করার সুযোগ পাইনি। নিজেকে অলরাউন্ডার মনে করি, এবং সেই দায়িত্ব পালন করার বিষয়টি মাথায় ঘোরে আমার। আজ একজন ব্যাটার কম নিয়ে খেলেছি, তবে আমাদের ছয় – সাত নম্বরে ব্যাটিং করে দেওয়ার মতো ক্রিকেটার আছে, নিজের ব্যাটিংয়ের উপর ভরসা ছিলো আমার। মিলারের সঙ্গে মুহুর্তে মুহূর্তে আলোচনা সারছিলাম।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us