আইপিএল শিবিরে এবার কোভিডের হানা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আইপিএল শিবিরে এবার কোভিডের হানা



নিজস্ব সংবাদদাতাঃ এবারে আইপিএল শিবিরে বাড়ছে কোরোনার হানা। আগেই জানা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেট স্টাফ ও ফিজিয়োর করোনা হয়েছিল। তবে এবারে জানা যাচ্ছে আক্রান্তের সংখ্যা এবারে দিনে দিনে বাড়ছে। আরও কয়েকজন স্টাফ আক্রান্ত হয়েছে দিল্লি ক্যাপিটালসের। বিদেশী ক্রিকেটারদের র‍্যাপিড অ্যান্টিজেনের ফল পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য করা হবে আরটি-পিসিআর পরীক্ষা।