বেহাত হাওড়া স্টেশন চত্বর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেহাত হাওড়া স্টেশন চত্বর

নিজস্ব সংবাদদাতা: বাসে উঠতে যাত্রীদের লাইন দেওয়ার কথা সেখানেই গড়ে উঠেছে ঘর-গৃহস্থালি। সেখানেই ধোয়া জামাকাপড় শুকোচ্ছে বেমালুম। দীর্ঘদিন পরিষ্কার না-করায় বাসস্ট্যান্ডের শৌচাগারের বন্ধ হয়ে যাওয়া নিকাশিনালা টপকে প্রস্রাব গড়িয়ে পড়ছে রাস্তায়। উপায় না-থাকায় তার উপর দিয়েই হেঁটে বাসস্ট্যান্ডে ঢুকতে হচ্ছে যাত্রীদের। কিন্তু বাসস্ট্যান্ডে পৌঁছে দাঁড়াবেন কোথায়? সব ফুটপাত চলে গিয়েছে দখলদারদের হাতে। তাই চড়া রোদে ওই পরিবেশের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করাটাই যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের।