পয়েন্ট টেবিলের কোথায় আছে গুজরাট?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পয়েন্ট টেবিলের কোথায় আছে গুজরাট?



নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এর ইতিহাসে নতুন দল হলো গুজরাট টাইটান্স। কিন্তু মাঠে নেমেই পুরানো দলগুলিকে পেছনে ফেলে দিচ্ছে, এই দুদিনের একরত্তি দল। এখনও পর্যন্ত ৬টা ম্যাচ খেলেছে গুজরাট। তার মধ্যে মাত্র ১ টা হেরেছে। বাকি ৫টা ম্যাচে খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে বিরাজ করছে গুজরাট টাইটান্স।