New Update
/anm-bengali/media/post_banners/WhNuJc3kWQ1wtMTwkBXU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল নাবি মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছিল হায়াদ্রাবাদ ও পাঞ্জাব কিংস। হায়াদ্রাবাদ ৭ উইকেটে ম্যাচ নিজেদের করে নেয়। শেষ ওভারে হায়াদ্রাবাদের হয়ে বল করতে নেমেছিল উমরন মালিক। বল করতে নেমে মাঠে তিনি আগুন ছোটান। শেষ ওভারে মেডেন দেন তিনি। পর পর পড়ে চারটি উকেট। তার মধ্যে তিনটে নেয় উমরন। একটি রান আউট। এইভাবে রেকর্ড করে নেন আইপিএল-এর বুকে উমরন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us