নিজস্ব সংবাদদাতাঃ ক্রমাগত কড়া বিধিনিষেধের জেরে আপাতত নিয়ন্ত্রণে রাজ্যের করোনা সংক্রমণ। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় বেড়ে হয়েছে ০.৩৪ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮০৬ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ২৯৫ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এখনও পর্যন্ত এরাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন।