তৃণমূলে যোগ দিলেন রিপুন বোরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তৃণমূলে যোগ দিলেন রিপুন বোরা


নিজস্ব সংবাদদাতাঃ
কংগ্রেস শিবিরে বড় ধাক্কা, এবার দল ছাড়লেন অসম কংগ্রেসের নেতা রিপুন বোরা। রবিবার দলত্যাগ করেই রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগ দিলেন তৃণমূলে। রিপুন বোরা অসম কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন। দলের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন যে লড়াইয়ের বদলে বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছে কংগ্রেস।'