পিচ সামলাচ্ছে শাহরুখ-লিয়াম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পিচ সামলাচ্ছে শাহরুখ-লিয়াম


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে নাবি মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়াদ্রাবাদ ও পাঞ্জাব কিংস। হায়াদ্রাবাদ টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলে মাঠে ব্যাট করতে নামে পাঞ্জাব। এই মুহূর্তে পর পর চারটে উইকেট হারিয়েছে পাঞ্জাব বাহিনী। এখন পাঞ্জাবের হয়ে পিচ সামলাচ্ছে শাহরুখ খান ও লিয়াম লিভিংস্টোন। পাঞ্জাবের স্কোরবোর্ড বলছে ৪ উইকেটে ১০৮ রান।