New Update
/anm-bengali/media/post_banners/cSOyIPCp7OPuy1wLCaD7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এর ইতিহাসে নতুন দুটো দল হলো গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়েন্টস। কিন্তু আইপিএল-এ নেমেই অসাধারণ ফলাফল দিয়ে মাঠ কাঁপিয়ে দিচ্ছে নতুন দুই তুর্কির দল। লিগ তালিকার প্রথমে আছে গুজরাট আর দ্বিতীয়তে আছে লখনৌ। আর অপরদিকে ৬টা ম্যাচ খেলে ৩টে ম্যাচে জয়ী হয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে বিরাজ করছে কেকেআর। যা কলকাতাবাসীর জন্য অত্যন্ত হতাশজনক বিষয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us