দলকে জিতিয়েও শাস্তি পেতে হলো লোকেশকে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দলকে জিতিয়েও শাস্তি পেতে হলো লোকেশকে


নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এর নতুন দল হলো লখনৌ সুপার জায়েন্টস। কিন্তু দুর্দান্ত খেলে এই দল লিগ তালিকার দুই নম্বরে উঠে এসেছে। তারওপর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলে মুম্বইকে বড় পার্থক্যে হারিয়েছে কেএল রাহুলের দল। রাহুল নিজেও এদিন শতরান করেছে। কিন্তু তারপরেও রাহুলকে শাস্তি পেতে হলো। মন্থর ওভার রেটের জন্য তাঁকে জরিমানা করা হয়েছে। জরিমানা হিসাবে তাঁকে দিতে হলো ১২লক্ষ টাকা।