নিজস্ব সংবাদদাতাঃ মদ্যপ অবস্থায় গুরুদ্বারে প্রবেশের অভিযোগ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় উঠেছে পঞ্জাবের রাজনীতিতে। অভিযোগ, ১৪ এপ্রিল, বৈশাখী উৎসবের সময়ে তখত দমদমা সাহিবে মুখ্যমন্ত্রী এসেছিলেন মদ্যপ অবস্থায়। এ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ পুলিশে অভিযোগ পর্যন্ত করেছে বিজেপি। আর এই বিতর্কের মধ্যেই আজ পঞ্জাবের প্রতিটি পরিবারের জন্য বিনামূল্যে দু’মাসে ছ’শো ইউনিট বিদ্যুৎ সরবরাহ করার কথা ঘোষণা করেছে আপ সরকার।