সোশ্যাল মিডিয়ায় রণবীরকে চ্যালেঞ্জ করণের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সোশ্যাল মিডিয়ায় রণবীরকে চ্যালেঞ্জ করণের

নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। এছাড়াও তিনি তার পোশাক শৈলীর জন্য সর্বদাই চর্চায় থাকেন। এবার রণবীরের পোশাক শৈলীকে চ্যালেঞ্জ জানালেন করণ জোহর। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। যেখানে তার পোশাক শৈলী অনেকটাই রণবীর সিঙের পোশাক শৈলীর সঙ্গে মিল খাচ্ছে। এই পোস্টের ক্যাপশনে রণবীরকে চ্যালেঞ্জ জানিয়ে করণ লেখেন, "সমঝে থাকবে বাদশা, আপনারও কপি করব"।