শতরান ছাড়ালো লখনৌ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শতরান ছাড়ালো লখনৌ


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মুম্বইয়ের ব্র্যাবোরন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়েন্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। রাহুল ও মনীশের পর পর চার মারার ফলে এই মুহূর্তে শতরানের উপর ছাড়িয়ে গিয়েছে লখনৌ সুপার জায়েন্টস। এই মুহূর্তে রাহুলদের দলের স্কোর ১২৪ রানে ১ উইকেট।