/anm-bengali/media/post_banners/IhuH9jVr6YLAbp7zfm3d.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উপ নির্বাচনে আসানসোল লোকসভা হাতছাড়া হল বিজেপির। আসানসোল ও বালিগঞ্জ দুই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফুটেছে ঘাসফুল। আর এই নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তৃণমূল শিবিরে। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র টুইট করেন, 'বালিগঞ্জ বিধানসভার মানুষকে অভিনন্দন, আসানসোলের মানুষকে অভিনন্দন, কারণ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছেন।' অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আসানসোল এবং বালিগঞ্জকে ধন্যবাদ এমন একটি ভারতের দিকে একটি পদক্ষেপ নেওয়ার জন্য যা ঘৃণা-সৃষ্টিকারী এবং নিপীড়কদের কাছ থেকে মুক্ত।'
Congratulations to the people of Ballygunge Assembly, congratulations to the people of Asansol, because they have joined the development under the leadership of @MamataOfficial . https://t.co/W1pX0Z7iiQ
— Madan Mitra| মদন মিত্র (@madanmitraoff) April 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us