ধর্ষণ মামলার তদন্তে ইংরেজবাজার ও দেগঙ্গার মোট ৬ আধিকারিককে তলব দময়ন্তীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ধর্ষণ মামলার তদন্তে ইংরেজবাজার ও দেগঙ্গার মোট ৬ আধিকারিককে তলব দময়ন্তীর

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের চারটি ধর্ষণের ঘটনার তদন্তভার নিয়েছেন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার দময়ন্তী সেন। ধর্ষণ কাণ্ডগুলোর তদন্তের অগ্রগতি জানতে শুরু তৎপরতা। মালদহের ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণ কাণ্ডের তদন্তকারী মোট ছয় আধিকারিককে তলব করা হয়েছে। শনিবার বিকেল চারটেয় লালবাজারে তলব করা হয়েছে তাঁদের। গত ২৭ মার্চ ইংরেজবাজারের ওই নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী যুবক রাইহান শেখ ছাত্রীর মুখ-হাত বেঁধে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ট্রেনে চেপে ভিনরাজ‍্যে পালানোর ছক কষে অভিযুক্ত। তবে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার তদন্তেই এবার ইংরেজবাজার ধর্ষণ কাণ্ডে তদন্তকারী অফিসার, আইসি এবং এসডিপিও-কে তলব করা হয়েছে। এছাড়া দেগঙ্গা ধর্ষণ কাণ্ডের দুই তদন্তকারী আধিকারিককেও ডেকে পাঠানো হয়েছে।