New Update
/anm-bengali/media/post_banners/rPJoiF7yuFuAljSertgX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'দানিশ ওপেন ২০২২' এর প্রথম দিনেই ভারতের হয়ে পদক জয় করেছেন ২ সাঁতারু । '২০০ মিটার ফ্লাই ' সাঁতারে ভারতের হয়ে স্বর্ণ পদক ছিনিয়ে এনেছেন সজন প্রকাশ। অন্যদিক ১৫০০ মিটার 'ফ্রি স্টাইল' সাঁতারে রুপো জয় করেছেন বেদান্ত মাধবন। এবার তাদেরকেই অভিভাদন জানালেন অভিষেক বচ্চন। ভারতের হয়ে তাদের এই বিশাল সাফল্যের জন্য ট্যুইটারে তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us