সংক্রমণ রুখতে রাজধানীতে চালু হতে পারে জরিমানা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সংক্রমণ রুখতে রাজধানীতে চালু হতে পারে জরিমানা

নিজস্ব সংবাদদাতাঃ বছরের শুরুতে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী হলেও, দ্রুত পার হয়ে গিয়েছিল সেই করোনার ঢেউ। কিন্তু কয়েক মাস পার হতেই ফের একবার বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিগত কয়েক দিন ধরেই দিল্লি ও সংলগ্ন এলাকাগুলোতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি সামাল দিতে ফের একবার বিধিনিষেধের পথেই হাঁটতে চলেছে দিল্লি সরকার। সরকারি সূত্রে খবর, ফের একবার বাধ্যতামূলক করা হতে পারে মাস্ক পরার নিয়ম। একইসঙ্গে জরিমানাও ফের চালু করা হতে পারে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উর্ধ্বমুখী করোনা সংক্রমণ রুখতে এবং সাধারণ মানুষ যাতে করোনাবিধি অনুসরণ করেন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  সংক্রমণের নিরিখে বর্তমানে কমলা জোনে রয়েছে দিল্লি।