New Update
/anm-bengali/media/post_banners/8Mo030fooRkYvSZt2zqN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এ পাঁচবার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এবারের আইপিএল-এ একদম ভালো খেলতে পারছে না এই নীল বাহিনী। সমর্থকদের বিশ্বাস ভেঙে যাওয়ার আগেই দলের খেলোয়াড় সূর্য কুমার যাদব বলেন, "এ বার নতুন করে নিলাম হয়েছে। আমরা আগামী তিন-চার বছরের কথা ভেবে দলটাকে তৈরি করছি। আগামী দিনে এই দল থেকেই আপনারা তারকা দেখতে পাবেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us